পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন শেখ সাদী

 

কাজের চেয়ে আলোচনা-সমালোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমণি। প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে হরহামেশাই খবরের শিরোনামে দেখা যায় তার নাম। গত কয়েক দিন ধরে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মামলা এবং গায়ক শেখ সাদীর সঙ্গে প্রেমের গুঞ্জনে উত্তাল নেটদুনিয়া। যদিও আদালতে আত্মসমর্পণ করে মামলা থেকে আপাতত জামিন পেয়েছেন পরীমণি। যেখানে চিত্রনায়িকার জামিনদার ছিলেন সাদী। এরপর যেন তাদের প্রেম নিয়ে নেটিজেনদের চর্চা তুঙ্গে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন গায়ক।

গণমাধ্যমে সাদী বলেন, পরীমণির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতেই পারে না। পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো। আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় যান। তিনিও আমাদের বাসায় আসেন। পারিবারিক সম্পর্কের বাইরে তার সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই। মানুষ না জেনে না বুঝে আমাদের নিয়ে রিউমর ছড়াচ্ছে। একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার ফলে পরীমণির সঙ্গে বেশ আগে থেকেই পরিচয়। পেশাগত কারণে তার সঙ্গে আমার পরিচয়। নিয়মিত কথাবার্তাও হয়। এটা নিয়ে বলার তো কিছু দেখি না।



পরীমণির জামিনদার হওয়া প্রসঙ্গে গায়ক বলেন, পরীমণি আমার সহকর্মী। যখন আমি গণমাধ্যমে পরীমণির গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর শুনি, তখন বেশ দুশ্চিন্তায় পড়ে যাই। তখন পরীমণির সঙ্গে কথা হয়। তিনি আমাকে জানিয়েছিলেন, আজ আদালতে আত্মসমর্পণ করবেন। এ জন্য আমিও আদালতে যাই। জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন। আমিও জামিনদার হই।



প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর ভালোবেসে চিত্রনায়ক শরিফুল রাজকে বিয়ে করেন পরীমণি। তবে দাম্পত্য জীবনের টানাপোড়েনে ভেঙে যায় তাদের সংসার। বিচ্ছেদের পর থেকে ছেলেকে নিয়ে একাই দিন পার করছিলেন তিনি। এসবের মাঝেই তার জীবনে আগমন ঘটে ছোট্ট আরেক পরীর। যাকে নিজের মেয়ের পরিচয়ে দত্তক নেন পরীমণি। বর্তমানে দুই সন্তানকে নিয়ে বেশ সুখেই জীবন কাটাচ্ছেন তিনি। পাশাপাশি কাজও করছেন তিনি।



পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন শেখ সাদী পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন শেখ সাদী Reviewed by News Channel on January 29, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.