সরকারি বিদ্যালয়ের ভবন দখল করে প্রায় ১৫ বছর ধরে বসবাস। ছবি: চ্যানেল 24

                           সরকারি বিদ্যালয়ের ভবন দখল করে প্রায় ১৫ বছর ধরে বসবাস। ছবি: চ্যানেল 24                 
 

মাদারীপুরের কালকিনিতে মো. শহিদুল সরদার নামে একজন প্রভাবশালী নেতার বিরুদ্ধে সরকারি বিদ্যালয়ের ভবনের একটি তলা দখল করে প্রায় ১৫ বছর বাসস্থান হিসেবে বসবাস করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শহিদুল সরদার উপজেলার চরদৌলত খান ইউনিয়নের নতুন চরদৌলত খান গ্রামের নেছার আলী সরদারের ছেলে ও স্থানীয় প্রভাবশালী নেতা। বছরের পর বছর ওই প্রভাবশালী নেতা সরকারি ভবন দখল করে রাখলেও তার বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছে না কেউ।

অপরদিকে স্কুল ভবনের একটি তলার সব কয়টি রুম দখল করে রাখায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। তবে ওই প্রভাবশালীকে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার বিদ্যালয়ের ভবন ছেড়ে দিতে বলা হলেও তিনি বিষয়টি কর্ণপাত করছেন না বলে অভিযোগ রয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকা‌লে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার ১৫৪নং নতুন চরদৌলত খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভবনের) একটি তলার সব কয়টি রুম দখল করে বাসস্থান হিসেবে স্ত্রী, সন্তানসহ পরিবারের লোকজন নিয়ে ব্যবহার করে আসছেন স্থানীয় প্রভাবশালী নেতা শহিদুল সরদার। তিনি ওই ভবনে গরু, ছাগল, হাঁস ও মুরগি লালন-পালনও করে আসছেন। এতে করে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানান সমস্যা হচ্ছে। 

অপরদিকে এই প্রভাবশালী নেতা একটি সরকারি প্রতিষ্ঠান দখল করে বাসস্থান হিসেবে বসবাস করায় চরম ক্ষোভ বিরাজ করছে স্থানীয় সচেতন মহলের মাঝে। তামান্না, মমিন, আরাফাত ও মাফিয়াসহ বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, শহিদুল আমাদের বিদ্যালয়ের নিচতলা দখল করে তার স্ত্রী, সন্তানদের নিয়ে বসবাস করে আসছেন এবং হাঁস, মুরগি ও ছাগল লালন পালন করছেন। এতে আমাদের অনেক সমস্যা হচ্ছে। 

সহকারী শিক্ষক উম্মে কুলসুম শান্তাসহ বেশ কয়েকজন শিক্ষক বলেন, স্কুল ভবনের একটি তলার সব কয়টি রুম প্রায় ১৫ বছর ধরে দখল করে রেখেছেন স্থানীয় শহিদুল সরদার। এতে করে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন: বরিশালে ১৫টি রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

অভিযুক্ত স্থানীয় প্রভাবশালী নেতা মো. শহিদুল ইসলামের কাছে দখলের বিষয়টি জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বদিউজ্জামান বলেন, আমি কালকিনিতে যোগদানের পর থেকে ওই প্রভাবশালী দখলদারকে বেশ কয়েকবার ভবন ছেড়ে দিতে বললেও তিনি কর্ণপাত করছেন না। তবে এ বিষয়টি আমি ইউএনও স্যারকে জানিয়েছি। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন, সরকারি স্কুল ভবন দখল করে রাখা ওই ব্যক্তিকে ভবন ছেড়ে দিতে বলা হয়েছে। তবে সে স্বেচ্ছায় না ছাড়লে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সরকারি বিদ্যালয়ের ভবন দখল করে প্রায় ১৫ বছর ধরে বসবাস। ছবি: চ্যানেল 24 সরকারি বিদ্যালয়ের ভবন দখল করে প্রায় ১৫ বছর ধরে বসবাস। ছবি: চ্যানেল 24 Reviewed by News Channel on January 28, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.