নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা কবে, জানালেন প্রেস সচিব

 



আগামী ফেব্রুয়ারিতে সংস্কার কার্যক্রমের রিপোর্টের ওপর ভিত্তি করেই নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২৯ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আওয়ামী লীগ যতদিন পর্যন্ত ক্ষমা না চাইবে আর গনহত্যার বিচার না হওযা পর্যন্ত তাদেরকে কোন সুযোগ দেয়া হবেনা

শফিকুল আলম এ সময় আওয়ামী লীগের রাজনীতি করার বিষয়েও মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগ জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। অথচ তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। দলটি যতদিন পর্যন্ত ক্ষমা না চাইবে, গণহত্যার বিচার না হবে, ততদিন পর্যন্ত তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করার সুযোগ দেওয়া হবে না।

এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া বিভিন্ন মামলার বিষয়েও কথা বলেন প্রেস সচিব। তিনি দাবি করেন, সরকার সাংবাদিকদের বিরুদ্ধে কোনো মামলা করেনি, করেছে বিভিন্ন ভিকটিমের পরিবার। এক্ষেত্রে হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদনে ভুল তথ্য দিয়েছে। আমরা তাদের বলব ভুল সংশোধন করতে। সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে এবং অন্যায়ভাবে কাউকে হয়রানি করা হচ্ছে না বলেও জানান তিনি।

নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা কবে, জানালেন প্রেস সচিব নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা কবে, জানালেন প্রেস সচিব Reviewed by News Channel on January 29, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.