একদিনে কমলাপুর রেলস্টেশনের কত ক্ষতি হলো?

 

দাবি পূরণের আশ্বাসে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণায় সারা দেশে আবারও শুরু হয়েছে ট্রেন চলাচল। তবে গত ২৪ ঘণ্টারও বেশি সময় ট্রেন বন্ধ থাকায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের লোকসান হয়েছে ১ কোটি ২০ লাখ টাকা।


বুধবার (২৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার সাহাদাত হোসেন।

 তিনি জানান, কর্মবিরতি প্রত্যাহার করায় আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে একদিন ট্রেন বন্ধ থাকায় কমলাপুর রেলওয়ে স্টেশনের লোকসান হয়েছে ১ কোটি ১৫-২০ লাখ টাকা।
 
এর আগে, ভোর সাড়ে ৬টায় রাজশাহীগামী ট্রেন ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মধ্য দিয়ে সচল হয় কমলাপুর স্টেশনের ট্রেনের চাকা। এরপর কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে সব ট্রেন।
 
 
ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি জানিয়েছেন রেলপথের যাত্রীরা। তবে অন্যান্য দিনের তুলনায় স্টেশন ছিল বেশ ফাঁকা, যাত্রীচাপ খুব একটা নেই। আরামদায়ক যাত্রা হওয়ায় খুশি যাত্রীরা। তবে প্রতিটি ট্রেনই স্টেশন ছেড়েছে এক থেকে দেড় ঘণ্টা বিলম্বে। কিছুটা বিলম্ব হলেও কর্ম বিরতি প্রত্যাহারে খুশি যাত্রীরা।
 
ঢাকার মতো সারা দেশের প্রতিটি স্টেশন থেকেই গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছে সব ট্রেন। সারাদিন পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের সব ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা।

এদিকে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে শ্রমিক নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানানো হয়।
 
রাত আড়াইটার দিকে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘উপদেষ্টা মহোদয় কথা দিয়েছেন, আগামীকালের (বুধবার) মধ্যে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত আমাদের বিষয়টি সমাধান করবেন। আমরা জনদুর্ভোগ চাই না। দুঃখ প্রকাশ করছি। এখন থেকে কর্মবিরতি প্রত্যাহার করলাম। রানিং স্টাফ ভাইদের বলব, তারা যেন কাজে ফিরে যান।
একদিনে কমলাপুর রেলস্টেশনের কত ক্ষতি হলো? একদিনে কমলাপুর রেলস্টেশনের কত ক্ষতি হলো? Reviewed by News Channel on January 28, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.