রমজান ইবাদতের বসন্তকাল। এ মাসটি মুমিনের জীবনে আনন্দের বন্যা নিয়ে আসে। তাই তো এ মাসটি ঘিরে এতো আগ্রহ। মধ্যপ্রাচ্যে রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আগামী ৩১ জানুয়ারি শাবান মাস শুরু হতে পারে। সে হিসেবে রমজান মাস শুরু হবে আগামী ১ মার্চ থেকে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) মাইক্রোব্লগিং সাইট এক্সে প্রকাশিত এক বার্তায় আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
আমিরাতের জ্যোতির্বিদ্যা হিসেব অনুযায়ী, ২৯ জানুয়ারি হিজরি সনের রজব মাসের শেষ দিন হবে। তবে ওইদিন চাঁদ অস্ত যাওয়ার সময় সূর্যাস্তের আগেই চাঁদ ডুবে যাবে। ফলে ওইদিন শাবানের চাঁদ দেখা অসম্ভব হবে। এর ফলে, রজব মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ৩১ জানুয়ারি থেকে শাবান মাস শুরু হবে।
আরও পড়ুন: রমজান শুরুর আগেই কাজা রোজা রাখার নিয়ম
সংস্থাটি আরও জানিয়েছে, ৩০ জানুয়ারি দক্ষিণ ইউরোপ, আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রে খালি চোখে চাঁদ দেখা যাবে। এর অর্থ হলো, যেসব দেশে ৩০ জানুয়ারি রজব মাসের ২৯তম দিন হবে, সেসব দেশেও ৩১ জানুয়ারি শাবান শুরু হবে। এ তালিকায় রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, ইরান, বাংলাদেশ, মরক্কো, ক্যামেরুন এবং আলবেনিয়া।
রমজান শুরুর সম্ভাব্য তারিখ
Reviewed by News Channel
on
January 28, 2025
Rating:
Reviewed by News Channel
on
January 28, 2025
Rating:

No comments: