খেলোয়াড়েরা প্রতিশ্রুত প্রথম ২৫ শতাংশ টাকা না পাওয়ার প্রতিবাদে অনুশীলন করেননি।
চট্টগ্রামে যে হোটেলে থেকেছেন, সেখানেও হয়েছে ঝামেলা। এরপর ঢাকায় ফিরে খেলা প্রথম ম্যাচে তো পাওনা না পেয়ে কোনো বিদেশি ক্রিকেটার মাঠেই নামেননি।
এসবের মাঝে ক্রিকেটারদের হাতে চেক তুলে দেয় ফ্র্যাঞ্চাইজিটির মালিক পক্ষ। চেকের ছবি হাতে পেয়ে সতীর্থদের নিয়ে সেলফি তুলে রাজশাহীর সাবেক অধিনায়ক এনামুল হক বিজয় ফেসবুকে পোস্ট করে লিখেছিলেন, ‘অল ইজ ওয়েল, লে ঘিরে লে।’
ওই চেক হাতে পাওয়ার পর রাজশাহীর ‘নতুন’ অধিনায়ক তাসকিন আহমেদ মজার ছলে বলেছিলেন, ‘মিরপুরের উইকেটের মতো চেক বাউন্স করলে ক্রিকেটারদের বিপদ হবে।’ ডানহাতি পেসারের এমন কথা বলার একদিন পরই আবারও চেক বাউন্স করল রাজশাহীর ক্রিকেটারদের। দুদিন আগে হাতে পাওয়া চেক ব্যাংকে জমা দিলে সেটা প্রত্যাখান হয়েছে। মালিক পক্ষের এমন ব্যবহারে দিশেহারা হয়ে পড়েছেন ক্রিকেটাররা।
আরও পড়ুন : টানা তিন ম্যাচ জয়ের পর যা বললনে রাজশাহীর মালিক
নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহীর এক ক্রিকেটার চ্যানেল 24 অনলাইনকে বলেন, ‘আমরা ব্যাংক চেক ব্যাংকে দেয়ার পর আবার বাউন্স করেছে। সবার চেকই বাউন্স করেছে। মালিক পক্ষ বলেছে পরবর্তী ম্যাচের আগে সবার টাকা ক্লিয়ার করে দেয়া হবে।’
রাজশাহীর ইতোমধ্যে গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ। প্লে-অফের দৌড়ে তারা এখনও টিকে থাকলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। এই ক্ষেত্রে রাজশাহী যদি প্লে-অফে সুযোগ না পায় তাহলে চলমান বিপিএলে তাদের আর কোনো ম্যাচ নেই। না প্রকাশে অনিচ্ছুক ওই ক্রিকেটার বলেন, প্লে-অফে না খেলা হলে মালিক পক্ষ জানিয়েছে ২ ফেব্রুয়ারির মধ্যে সমস্যা সমাধান করবেন।
Reviewed by News Channel
on
January 28, 2025
Rating:

No comments: