পরীমণির সঙ্গে আদালতে নতুন মুখ শেখ সাদী, একে অপরকে নিয়ে যা বললেন তারা


 কয়েকদিন আগেই একটি প্রসাধনী দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা পরীমণির হাজির হওয়ার কথা শুনে বিপরীতমুখী অবস্থান নেন একাংশ মানুষ। একপর্যায়ে সেই অনুষ্ঠানে যাওয়া বন্ধ হওয়ায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আর পরদিন আদালত থেকে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এ অভিনেত্রীর বিরুদ্ধে।

উদ্বোধনী অনুষ্ঠানে যেতে বাধা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি নিয়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে শোরগোল শুরু হয়। এ সময় ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ ইন্ডাস্ট্রির অনেক সহকর্মী পাশে দাঁড়ান পরীমণির। সোমবার (২৭ জানুয়ারি) আদালত থেকে জামিন পান তিনি। আর এদিন আদালত প্রাঙ্গণে এ অভিনেত্রীর সঙ্গে সার্বক্ষণিক দেখা যায় তরুণ প্রজন্মের আলোচিত সংগীতশিল্পী শেখ সাদীকে।

পরীমণির জামিন মঞ্জুর হওয়ার পর নিয়ম অনুযায়ী দু’জন জামিনদারের প্রয়োজন হয়। এ ক্ষেত্রে একজন জামিনদার হন গায়ক শেখ সাদী। এ ব্যাপারে সংবাদমাধ্যমকে এই তরুণ বলেন, পরীমণি আমার সহকর্মী। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর শুনে দুশ্চিন্তায় পড়ে যাই। তখন পরীমণির সঙ্গে আমার কথা হয়। আমাকে তিনি জানিয়েছিলেন―আদালতে আত্মসমর্পণ করবেন তিনি। পরে আদালেতে জামিন হওয়ার পর একজন জামিনদার তার আইনজীবী হন। আর আমিও একজন জামিনদার হয়েছি।

তিনি জানান, দীর্ঘদিন ধরে একই অঙ্গনে কাজ করার জন্য পরীমণির সঙ্গে অনেক আগেই পরিচয় হয়েছিল তার। তখন থেকেই পেশাগত বিষয় নিয়ে নিয়মিত দু’জনার কথাবার্তা হয়। আবার গায়ক হিসেবে শেখ সাদীর কয়েকটি জনপ্রিয় গান রয়েছে। যা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে কোটি ভিউ পার হয়েছে।

এছাড়া জামিননামায় শেখ সাদী জামিনদার হওয়ার ব্যাপারে সংবাদমাধ্যমকে পরীমণি বলেন, হঠাৎই ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম বলে আদালতে হাজিরা দিতে পারিনি। পরে জানতে পারি আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এটি সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পর আমার শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীরা যোগাযোগ করেন আমার সঙ্গে।

এ অভিনেত্রী বলেন, এ পরিস্থিতিতে আমাকে সাহস জুগিয়েছেন আমার বন্ধু-বান্ধবরা। শেখ সাদীও আমার একজন সহকর্মী। সেদিন আদালতে শুনানির সময় শেখ সাদী ছিল। জামিন মঞ্জুর হওয়ার পর আইনজীবী জামিনদার হওয়ার পাশাপাশি স্থানীয় একজন জামিনদারের প্রয়োজন হয়। এ সময় সেই জামিনদার হিসেবে জামিননামায় স্বাক্ষর করেন শেখ সাদী।

এদিকে সোমবার জামিন পাওয়ার পর রাত ৯টার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে পরীমণি এক স্ট্যাটাসে লেখেন, ‘এই একজীবন বড় সার্থক লাগে যখন আপনারা এমন করে আপনাদের ভালোবাসা জানান দেন। আপনাদের এই ভালোবাসার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ রইলাম।’ এর কিছুক্ষণ পরই স্ট্যাটাসটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন তিনি। সেখানে শুরুতেই শেখ সাদীসহ কয়েকজনের নাম উল্লেখ করে ক্যাপশনে এ অভিনেত্রী যোগ করেন, ‘তোমারা আমার জীবনের সবচেয়ে আপন মানুষ। আমার নিজের মানুষ। তোমাদের ঘটা করে আজ একটু ভালোবাসি বলতে চাই। আমি তোমাদের সত‍্যি অনেক ভালোবাসি...।


পরীমণির সঙ্গে আদালতে নতুন মুখ শেখ সাদী, একে অপরকে নিয়ে যা বললেন তারা পরীমণির সঙ্গে আদালতে নতুন মুখ শেখ সাদী, একে অপরকে নিয়ে যা বললেন তারা Reviewed by News Channel on January 28, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.