যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইলের হামলায় গাজায় নারী-শিশুসহ শত শত মানুষের মৃত্যুতে বিশ্বের সব প্রান্তের মানুষ যখন শোকস্তব্ধ, তার মধ্যেই গাজায় থাকা জিম্মিদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে ভারত।
বুধবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ম্মি মুক্তির পাশাপাশি, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স-এ (সাবেক টুইটার) এক বিবৃতি পোস্ট করে গাজার জনগণের জন্য ‘মানবিক সহায়তা সরবরাহের’ আহ্বানও জানিয়েছেন।
এক্সে পোস্ট করা বিবৃতিতে তিনি আরও বলেন,
এদিকে, গাজা উপত্যকায় ফের হামলা শুরু করেছে ইসরাইল। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গত দুদিন ধরে বিমান হামলা চলছে। এতে কয়েকশ’ ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এরই মধ্যে গাজার বাসিন্দাদের ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি বাহিনী।
আল জাজিরার প্রতিবেদন মতে, ইসরাইলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচায় আদরাই পূর্ব গাজার বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের জরুরি ভিত্তিতে ঘরবাড়ি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এলাকাগুলো হলো বেইত হানুন, খিরবেত খুজা'আ, আবাসান আল-কাবিরা ও আবাসান আল-জাদিদা।
বুধবার (১৯ মার্চ) টানা দ্বিতীয় দিনের জন্য সতর্কতা জারি করে আদরাই বলেন, এই এলাকাগুলোয় বসবাসকারী বেসামরিক নাগরিকরা তাদের জীবন ঝুঁকির মধ্যে ফেলছেন। তিনি তাদের পশ্চিম গাজা সিটি বা খান ইউনিসের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
তবে অনেক ফিলিস্তিনি এবার তাদের এলাকা থেকে সরে না যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। কারণ তাদের কোথাও যাওয়ার জায়গা নেই। তারা বলছেন, যা কিছুই ঘটুক কেন, তারা গাজা ছেড়ে যাবেন না। তাদের ‘হারানোর কিছুই অবশিষ্ট নেই’।
গাজার হামলায় কাঁদছে বিশ্ব, ইসরাইলি বন্দিদের মুক্তি চাইল ভারত!
Reviewed by News Channel
on
March 19, 2025
Rating:
Reviewed by News Channel
on
March 19, 2025
Rating:

No comments: