আ.লীগের বিচারের পর নিবন্ধন বাতিল করে ডেথ সার্টিফিকেট দিতেই হবে: ইশরাক

 


বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট জনগণ আওয়ামী লীগের কবর রচনা করেছে। এখন বিচারকার্য শেষের পর দলটির নিবন্ধন বাতিল করে ডেথ সার্টিফিকেট দিতেই হবে বর্তমান সরকারকে।

শুক্রবার (২১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন ওই স্ট্যাটাসে আরও লিখেছেন, আওয়ামী লীগের বিচার, শাস্তি ও নিষিদ্ধকরণ করতেই হবে। শহীদদের রক্তের সাথে বেঈমানি বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। 

সবশেষে তিনি লিখেছেন, অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।


এদিকে আজ (২২ মার্চ) সকালেও এই তরুণ রাজনীতিবিদ আওয়ামী লীগ নিয়ে আরেকটি স্ট্যাটাস দিয়েছেন।

সেখানে তিনি লিখেছেন, আওয়ামী লীগকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে গণ্য করার কোনো সুযোগ নাই। এটি একটি জলজ্যান্ত গণহত্যাকারী ফ্যাসিবাদী সংগঠন। 

ইশরাক আরও লিখেছেন, ফ্যাসিবাদের বৈশিষ্ট্য এক ব্যক্তির পূজা, এক নেতার এক দেশ এক দল, সিস্টেম্যাটিক নিপীড়নসহ সব কিছুই জনগণের কাছে প্রমাণিত এবং আদালতেও প্রমাণিত হবে।


বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির এই সদস্য লিখেছেন, এই সংগঠনের সহযোগী ও সুবিধাভোগী যাদের গায়ে রক্তের দাগ লেগে আছে, তার মধ্যে অন্যতম জাতীয় পার্টি (হু মো এরশাদ/জি এম কাদের)।



এরপর তিনি লিখেছেন, আমি মনে করি আওয়ামী লীগের বিচার হলে জাতীয় পার্টি নামের লেজটির শাস্তি হওয়া উচিত। সেটা বুঝতে পেরেই কি জনাব জি এম কাদের এখন আওয়ামী লীগ দল বাঁচাতে নেমেছেন? এটি অব‍্যাহত রাখলে আপনাকেও প্রভুর বাড়িতে পাঠিয়ে দেবে জনগণ।


আ.লীগের বিচারের পর নিবন্ধন বাতিল করে ডেথ সার্টিফিকেট দিতেই হবে: ইশরাক আ.লীগের বিচারের পর নিবন্ধন বাতিল করে ডেথ সার্টিফিকেট দিতেই হবে: ইশরাক Reviewed by News Channel on March 22, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.