ভাইরাল তরমুজ বিক্রেতাকে নিয়ে যা বললেন অভিনেতা শামীম

 

রাজধানী ঢাকার কারওয়ান বাজারের ‘ওই কিরে, ওই কিরে’, ‘মধু, মধু’, ‘রসমালাই’ প্রভৃতি মজাদার স্লোগান দিয়ে তরমুজ বিক্রি করে ভাইরাল হন মোহাম্মদ রনি।। তার বিক্রির ধরন ক্রেতা ডাকার কৌশল সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়ার কারণে বিপাকে পড়তে হয়েছে তাকে। সেই বিক্রেতাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন অভিনেতা শামীম হাসান সরকার।

       সেই তরমুজ বিক্রেতাকে নিয়ে ফেসবুক পোস্ট দিলেন অভিনেতা শামীম। ছবি: সংগৃহীত

ভাইরাল হওয়ার পর থেকেই সেই তরমুজ বিক্রেতাকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন অনেক মানুষ। এতে নতুন এক বিড়ম্বনার শিকার হচ্ছেন তরমুজ বিক্রেতা।


অনেকেই বিনা কারণে তার দোকানে এসে ভিড় জমাচ্ছেন। ভিডিও করছেন। তাই ক্রেতারা সেই তরমুজ বিক্রেতার দোকান এড়িয়ে যাচ্ছেন। এমন অবস্থায় তরমুজ বিক্রি করতে না পেরে ভেঙে পড়েছেন সেই বিক্রেতা। তার প্রায় দেড় লাখ টাকার তরমুজ এখনও অবিক্রিত রয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।
 

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা শামীম হাসান সরকার। তিনি লিখেছেন, ‘তরমুজ ব্যবসায়ীকে দিয়ে সবাই ফেসবুকে বা নিজের ব্র্যান্ডিং করে ডলার কামাইলো, অপরদিকে ঐ তরমুজ ব্যবসায়ী নিজের তরমুজ বিক্রি করতে না পেরে কাঁদছে, তার দেড় লাখ টাকার তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে।
এরপর শামীম লেখেন, ‘ভাইরাল হওয়ার লোডই আলাদা! জুশ আছে, সবাই তোমার পাশে আছে! জুশ খাওয়া শেষ, বিদায় বাংলাদেশ! লোকটার জন্য মায়াই লাগতেসে। ঐ কিরে? ব্যবসা করতে দেন ওনারে!’
 

সেই পোস্টে একজন লিখেছেন, ‘কারো পৌষ মাস কারো সর্বনাশ।’

অন্য একজন লিখেছেন, ‘এভাবে কতজনই বা ভাবে? সবার ব্যবসাটা হলেই হলো। অন্য কার কি হয় হোক।’
 
এদিকে রনি রোববার (১৬ মার্চ) এক ভিডিওতে বলেন, ‘আমারে এরকম বিরক্ত করলে আমি গলায় ছুরি দিমু নয়তো ২৪ তলা থেকে পড়ে আত্মহত্যা করমু ভাই। আমার দেড় লাখ টাকার মাল পচে যাচ্ছে। আমি বিক্রি করতে পারতেছি না।



ভাইরাল তরমুজ বিক্রেতাকে নিয়ে যা বললেন অভিনেতা শামীম ভাইরাল তরমুজ বিক্রেতাকে নিয়ে যা বললেন অভিনেতা শামীম Reviewed by News Channel on March 18, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.