তিতাসের অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে গত জানুয়ারি মাসে মোট ৫৫টি অভিযান পরিচালনা করে ২৭টি মামলা দায়ের করা হয়েছে। এতে মোট ২৭ জন আসামিকে ১১ লাখ ১ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৪ জানুয়ারি) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পাঠানো জানুয়ারি মাসব্যাপী তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে পরিচালিত মোবাইল কোর্টের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, সারাদেশে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদে অভিযান চলমান রয়েছে। তিতাস গ্যাসের আওতাধীন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকাসহ ডেমরা, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং তিতাসের জনবলের সমন্বয়ে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।
চলমান অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় ও ফজলে ওয়াহিদের নেতৃত্বে জানুয়ারি মাসব্যাপী মোট ৫৫টি অভিযান পরিচালনা করে ২৭টি মামলা দায়ের করা হয়েছে।
জানুয়ারিতে ৫৫ অভিযান পরিচালনা করে ২৭ মামলা
Reviewed by News Channel
on
February 04, 2025
Rating:
Reviewed by News Channel
on
February 04, 2025
Rating:

No comments: