কড়াকড়ির মাঝেই মেহজাবীনের গায়েহলুদের ছবি ফাঁস

 

কার অদূরে সম্প্রতি অনুষ্ঠিত জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর গায়েহলুদ অনুষ্ঠান ছিলএকটি ব্যক্তিগত ও সংরক্ষিত আয়োজন। আমন্ত্রিত অতিথিদের জন্য কঠোর নির্দেশনা ছিল—কোনো ছবি তোলা বা সামাজিক মাধ্যমে প্রকাশ করা যাবে না। অতিথিরাও এই নিয়ম মেনে চলেছিলেন, কেউই অনুষ্ঠানের কোনো স্থিরচিত্র পোস্ট করেননি। কিন্তু এত সতর্কতা সত্ত্বেও শেষ পর্যন্ত রক্ষা পাওয়া গেল না। মেহজাবীনের গায়েহলুদের একাধিক ছবি ফাঁস হয়ে গেছে এবং তা তার নিকটজনদের হাতে হাতে ছড়িয়ে পড়েছে।

এই ফাঁস হওয়া ছবিগুলোতে মেহজাবীনকে দেখা গেছে তার প্রযোজক ও পরিচালক বর আদনান আল রাজীবের সঙ্গে। দুজনের মুখে ছিল উজ্জ্বল হাসি, যা অনুষ্ঠানের আনন্দময় পরিবেশের ইঙ্গিত দেয়। ছবিতে তাদের পেছনে একটি বাদ্যযন্ত্রী দলকেও দেখা গেছে, যারা সম্ভবত সঙ্গীত পরিবেশন করছিলেন।  

আরও পড়ুন: নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিনেত্রী, কারণ জানালেন নিজেই

মেহজাবীন সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিয়ে করতে যাচ্ছেন। জানা গেছে রোববার (২৩ ফেব্রুয়ারি) ছিল অভিনেত্রীর গায়েহলু্দের অনুষ্ঠান। ঢাকার অদূরে একটি রিসোর্টে সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে আয়োজন। আর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মেহেদি অনুষ্ঠান। 

মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব প্রেম করছেন দীর্ঘদিন ধরেই। প্রায়ই একসঙ্গে দেখা যেত তাদের। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজেদের বিভিন্ন ছবি পোস্ট করতেন তারা। তবে প্রেম নিয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি তারা। বিভিন্ন সময় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ব্যক্তিগত জীবনের এ প্রসঙ্গটি এড়িয়ে যেতেন তারা। অবশেষে গুঞ্জনই সত্যি হয়েছে।


কড়াকড়ির মাঝেই মেহজাবীনের গায়েহলুদের ছবি ফাঁস কড়াকড়ির মাঝেই মেহজাবীনের গায়েহলুদের ছবি ফাঁস Reviewed by News Channel on February 24, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.