শেখ হাসিনাসহ যারা এ দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে, তাদের দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে যুব অধিকার পরিষদ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি জানান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাদিম হাসান।
তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি যে অধিকার আদায়ের সংগ্রাম শুরু করেছিল, ৪৭ এর দেশভাগের মধ্যে তাদের যে বঞ্চনা, তাদের যে সংগ্রাম এবং পরবর্তী সময়ে ৬৯ এর গণ-অভ্যুত্থান, ৭১ এর স্বাধীনতা যুদ্ধ, ৯০ এর স্বৈরাচারবিরোধী সংগ্রাম ও ২৪ এ ফ্যাসিবাদ বিরোধী গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫২ বারবার এই জাতিকে শক্তি ও অনুপ্রেরণা জুগিয়েছে।
তিনি আরও বলেন, ৫২ এর অনুপ্রেরণার মধ্য দিয়ে তরুণ ছাত্র সমাজ, তরুণ নাগরিকগণ ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ বিনির্মাণে সকল ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে গণ অধিকার পরিষদ রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। স্বাধীনতা ও গণতন্ত্রের প্রকৃত মূল্যবোধ জনগণের কাছে পৌঁছে দিতে চাই, এটিই গণঅধিকার পরিষদের অঙ্গীকার।
যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বলেন, ভিপি নুরুল হক নুরের ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই সংগ্রাম রয়েছে। সেই লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যে বাংলাদেশ আমরা পেয়েছি, সে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের যারা দোসর ছিল, তাদের বিচার চাই।
নাদিম হাসান বলেন, ফ্যাসিবাদের সঙ্গীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত চাই। হাসিনাসহ যারা, এ দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে, তাদের দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে চিরতরে গণতন্ত্রের লড়াই থেকে হটিয়ে দিতে হবে।
তিনি বলেন, এ দেশের মানুষের গণতন্ত্রের যে লড়াই সংগ্রাম এ দেশের জনগণ করেছে, সেখানে আওয়ামী লীগের মতো গণহত্যাকারী দলের কোনো জায়গা হতে পারে না। তাদের নিষিদ্ধ করতে হবে। তাদের গণহত্যার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, গণ অধিকার পরিষদ সেটি বিশ্বাস করে। সেজন্য গণ অধিকার পরিষদ লড়াই সংগ্রাম করে যাবে।
এ সময় তার সঙ্গে আরও ছিলেন কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদ নেতা সাদমান শফিক, ঢাকা জেলা উত্তর যুব অধিকার পরিষদের সভাপতি গাজী রুবেল রানা, ধামরাই উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. বাদশা মিয়া, ধামরাই উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি রুহুল আমিন, ধামরাই উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক আশিকুর রহমান, ধামরাই উপজেলা গণঅধিকার পরিষদ নেতা আব্দুর রহমান পংখু প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে ধামরাই বাজারে লিফলেট বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করে গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় অর্ধ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Reviewed by News Channel
on
February 21, 2025
Rating:

No comments: