টাঙ্গাইলের কালিহাতিতে একটি প্রসাধনীর দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা পরীমণির যাওয়ার কথা ছিল। তার অপেক্ষায় ছিলেন স্থানীয় ভক্ত-অনুরাগীরা। তবে পরীর আগমন ঘিরে শুরু হয় বিতর্ক। বিপরীতমুখী অবস্থান নেন স্থানীয়রা। শেষ পর্যন্ত সেখানে যাওয়া বাতিল হয়। বিরূপ পরিস্থিতির কারণে না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এ বিষয়ে শুরু থেকেই নীরব ছিলেন পরীমণি। অবশেষে নীরবতা ভাঙলেন নায়িকা। শুক্রবার (২৫ জানুয়ারি) রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে বিভিন্ন প্রশ্ন করেছেন এই নায়িকা।
পরীমণি ফেসবুকে লেখেন, এত চুপ করে থাকা যায় নাকি। পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে? ইনসিকিউর ফিল হচ্ছে। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা।
এরপর সাম্প্রতিক সময়ের দুটি ঘটনা টেনে তিনি আরও লেখেন, মেহজাবীন, পরশী এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন! ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা? কি বলার আছে আর...এ দেশে সিনেমা-বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে। এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।
Reviewed by News Channel
on
January 25, 2025
Rating:

No comments: