বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কক্ষ ভেঙে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নিলো সহপাঠীরা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীদের হাতে আটক হওয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মীকে ছাড়িয়ে নিয়ে আনন্দ মিছিল ও উল্লাস করেছে তার সহপাঠিরা। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল ৫টার সময় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামী ব্যাংকের সামনে থেকে শাহরিয়ার সান নামে এক শিক্ষার্থীকে আটক করে সাধারণ শিক্ষার্থীরা। আটতকৃত শিক্ষার্থী ২০২২-২৩ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী ছিল।
আরও পড়ুন:
- ৬ মাস পার হলো না, সেই আওয়ামী লীগের প্রতি এত মায়া কেন: বাবুল
- সমন্বয়কের ওপর হামলা, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
বাংলা বিভাগের শিক্ষার্থী আশিক আহমেদ জানান, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিলো শাহরিয়ার। তবে তাকে কারা ছাড়িয়েছে তা ভিডিও ফুটেজ দেখে বের করলে বোঝা যাবে। এছাড়া এর আগে যারা ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিল তাদের উপর্যুক্ত শাস্তি চাই।
রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব আহমেদ বলেন, জুলাইয়ে ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করে এই শাহরিয়ার সান। সে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয় জড়িত ছিল। সাধারণ শিক্ষার্থীরা তাকে পুলিশে সোপর্দ করার জন্য আটকে রেখেছিল। কিন্তু তার সহপাঠীর নাম করে কিছু ছাত্রলীগ কর্মীরা তালা ভাঙার চেষ্টা করে। এক পর্যায়ে দরজা ভেঙে তাকে (শাহরিয়ার) ছাড়িয়ে নিয়ে যায়, যেটা দুঃখজনক। ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীদের অবস্থান এই ক্যাম্পাসে হবে না।
Reviewed by News Channel
on
January 24, 2025
Rating:

No comments: