রয়্যাল এনফিল্ড কিনে না দেওয়ায় ট্রেনের নিচে কিশোরের ঝাঁপ

রয়্যাল এনফিল্ড কিনে না দেওয়ায় ট্রেনের নিচে কিশোরের ঝাঁপ

রয়্যাল এনফিল্ড কিনে না দেওয়ায় ট্রেনের নিচে কিশোরের ঝাঁপ


রোববার (২৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজ এলাকায় পোড়াদহ থেকে গোয়ালন্দঘাটগামী শাটল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সে।


রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ‘কালিকাপুর রেলওয়ে ব্রিজ এলাকায় ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



শাফিন মণ্ডল পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামের ট্রাকচালক মিলন মণ্ডলের ছেলে। সে এ বছর স্থানীয় মৌকুড়ী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।


নিহত শাফিনের প্রতিবেশী আমিরুল ইসলাম জানান, মিলন মণ্ডলের একমাত্র ছেলে শাফিন। তার আর কোনো সন্তান নেই। শাফিনের বায়না ধরার কারণে ৬ মাস আগে ছেলেকে নতুন একটি সুজুকি জিক্সার মনোটন মোটরসাইকেল কিনে দেন মিলন। তবে কয়েকদিন ধরে শাফিন তার বাবার কাছে নতুন রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল ও আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনে দেওয়ার জন্য বায়না ধরে। তবে তার বাবা এতে রাজি হচ্ছিলেন না। পরিবারের সদস্যরাসহ প্রতিবেশীরা অনেক বোঝানোর পরও শাফিন তার কথায় অনড় থাকে। অবশেষে অভিমান করে রোববার দুপুরে সে পাংশার কালিকাপুর রেলওয়ে ব্রিজ এলাকায় গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।


Copied from: https://www.rtvonline.com/country/310570

রয়্যাল এনফিল্ড কিনে না দেওয়ায় ট্রেনের নিচে কিশোরের ঝাঁপ রয়্যাল এনফিল্ড কিনে না দেওয়ায় ট্রেনের নিচে কিশোরের ঝাঁপ Reviewed by News Channel on January 26, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.